Learn how to download Torrent file! :Bengali

0 comments
শিখুন কিভাবে টরেন্ট ফাইল ডাউনলোড করবেনঃ
ইন্টারনেট জগতে মুভি (Movie) ডাউনলোড করার একটা সুপরিচিত ও খ্যাত মাধ্যম "টরেন্ট"। টরেন্টের মাধ্যমে History clear না করে অনেক দিন পর্যন্ত ফাইলটি ডাউনলোড করা যায়।

সুবিধাসমূহঃ
      ১. বেশীর ভাগ মুভি টরেন্টে পাওয়া যায়।
      ২. টরেন্টে অনেক দিন যাবৎ ডাউনলোড দেয়া যায়।
      ৩. টরেন্টে সচারাচর সব মুভি পাওয়া যায়।
      ৪. টরেন্ট ডাউনলোড সুবিধাজনক।
      ৫. টরেন্টে সার্ভার প্রায় সবসময় সচল থাকে।

অসুবিধাসমূহঃ
      ১. ডাউনলোড হওয়ার সময় আপলোডও হয়।
      ২. ডাউনলোড চলাকালে যদি একটিও ডাউনলোড সার্ভার খুঁজে না পায় তাহলে ডাউনলোড বন্ধ থাকে কিন্তু আপলোড বন্ধ থাকে না।

টরেন্ট সার্ভার নিয়ে কিছু কথা না বললেই নয়। আসলে টরেন্ট সার্ভার মূলত কোন সার্ভার নয়। যারা টরেন্ট ডাউনলোড করে, একি সাথে তারা আপলোডও করে। এভাবে বিভিন্ন স্বহৃদয়বান ব্যক্তির আপলোডে তাদের পিসি (PC) সার্ভারে পরিনত হয়।


   - টরেন্ট সফটওয়্যার ডাউনলোডঃ
টরেন্ট ফাইল ডাউনলোড করার জন্য বিভিন্ন সফটওয়্যার আছে। তার মধ্যে সুপরিচিতঃ

      ১. ইউ বা মিউ টরেন্ট (µTorrent)
      ২. বিট টরেন্ট (Bit Torrent)


   - টরেন্ট ফাইল সার্চঃ
টরেন্ট ফাইল সার্চের জন্য বিখ্যাত সার্চ ইঞ্জিন-

           Torrentz.in


   - টরেন্ট দিয়ে মূল ফাইল ডাউনলোডঃ
এখানে µTorrent সফটওয়্যার দ্বারা কিভাবে টরেন্ট ফাইল দিয়ে মূল ফাইল ডাউনলোড করা যায় সেটা বিস্তারিত আলোচনা করা হল। নিচের ছবিতে মারকিং করে ধাপগুলি দেয়া হল।

   ১. প্রথমে টরেন্ট ফাইল ডাউনলোড করে নিন।



  ২. আসুন দেখে নেয়া যাক µTorrent সফটওয়্যারের কিছু কন্ট্রোল। "Add Torrent" বাটন দ্বারা টরেন্ট যুক্ত করতে হয়। "Stop Torrent" বাটন দ্বারা টরেন্ট ফাইল ডাউনলোড 'পজ' বা 'স্টপ (বন্ধ)' করা যায়। "Start Torrent" বাটন দ্বারা টরেন্ট ফাইল ডাউনলোড পুনরায় শুরু করা যায়। "Remove" বাটন দ্বারা টরেন্ট ফাইল রিমুভ (মুছে) ফেলা যায়।


   ৩. যেভাবে টরেন্ট ফাইল যুক্ত করবেনঃ "Add Torrent" বাটন দ্বারা টরেন্ট ফাইলটি নির্ধারণ করে দিন।




   ৪. নিচে দেখুন টরেন্ট ফাইল ডাউনলোডিং প্রক্রিয়াটিঃ




  ৫. ডাউনলোড করা ফাইল খুঁজতেঃ ফাইলটির উপর রাইট ক্লিক করে, মেন্যু থেকে "Open Containing Folder"। "Continue"-তে ক্লিক করুন। তাহলে ফাইলটি পেয়ে যাবেন।





   ৬. ডাউনলোড শেষে (যদি আপলোড করতে না চান তাহলে), ফাইলটি মুছে ফেলুন। ফাইলটি মুছে ফেলার জন্য ফাইলটি সিলেক্ট করে "Remove" বাটনে ক্লিক করুন। তারপর "OK" বাটনে ক্লিক করুন।






















নোটঃ (সকল) ছবিগুলোর পূর্ণরূপ আকারে পেতে "Download Section" -এর "Picture File's" ডাউনলোড করুন।



*Note: After click the download link, wait 5 seconds and click button.






Download Section:






Picture File's






প্রয়োজনেঃ   help.onlinependrive@gmail.com
& Comment Here...

0 comments:

Post a Comment